Last Updated: Friday, February 22, 2013, 21:11
হকারদের সঙ্গে তুলনা পরিবহণ দফতরের দালালদের। আর এই তুলনা টেনে এনে দালালচক্রের রোজগারের পক্ষে আজ যুক্তি সাজালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পরিবহণে দালালরাজের দাপটে যখন অতিষ্ঠ সাধারণ মানুষ, তখন খোদ মন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার বেলতলা মোটর ভেহিকলসে নতুন বাস-মিনিবাসের পারমিট প্রদান অনুষ্ঠান ছিল। সেখানে হাজির মন্ত্রীদের মধ্যে প্রায় প্রত্যেকেরই গলায় শোনা গিয়েছে কাজকর্মে স্বচ্ছতার কথা।